বাংলাদেশের দেয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দাঁড়াতেই পারছেনা সফররত শ্রীলঙ্কা দলের ব্যাটসম্যানরা। ৯ ওভার বল করে মাত্র ২২ রানের খরচায় একাই চার উইকেট নিয়েছেন মিরাজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ১৪৯ রান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলা শুরু করে শ্রীলঙ্কা। তবে ওপেনিং জুটিকে বেশিক্ষণ ক্রিজে স্থায়িত্ব হতে দেননি টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। নিজের করা তৃতীয় ওভারে নিজের করা বলে ক্যাচ তুলে নেন তিনি। আউট হওয়ার পূর্বে ১৯ বলে ২১ রান তুলেন তিনি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা পাথুম নিশানকাকে মাত্র ৮ রানে ফেরান কাটার মাস্টার।
তৃতীয় উইকেটে সফরকারীদের অধিনায়ক এবং সহ-অধিনায়ক মিলে ক্রিজে খুঁটি গাড়েন। শেষ পর্যন্ত ব্যক্তি ২৪ রানে সাকিব আল হাসানের বলে মেহেদী মিরাজের হাতে ক্যাচ তুলে দেন কুশল মেন্ডিস। এরপর ৩০ রান করে মিরাজের বলে আউট হয়েছেন অধিনায়ক কুশল পেরেরা। মাত্র ৯ রানে ডি সিলভাকে ফেরান মিরাজ। ইনিংসের ২৮তম ওভারের তৃতীয় বলে আশেন বান্দেরাকে বোল্ড করে ফেরান ওই মিরাজই।