স্পোর্টস ডেস্ক, আজনিউজ২৪: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হোম অব ক্রিকেট ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামবে তামিম একাদশ। ম্যাচটি শুরু হবে সোমবার (১৯ অক্টোবর) দুপুর দেড়টায়। বিগ ম্যাচে মাঠে টিকে থাকতে দু’জনই মরিয়া।
নেট সেশনে সেন্টার উইকেটে ব্যাটিংয়ে তামিম। ঘড়ির কাঁটা মেপে বাড়ছে সময়, অপেক্ষায় বিজয়-মিঠুন-সাইফউদ্দীনরা। পরে বাধ্য হয়েই সেন্টার উইকেট ছেড়ে মাঠেই চলল তাদের ঝালিয়ে নেয়ার প্রস্তুতি। তামিম তখনও শান দিয়েই চলছেন নিজেকে।
ব্যাটিং। প্রেসিডেন্টস কাপে এটাই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ব্যতিক্রম দুই-একজন ছাড়া ব্যর্থ টপঅর্ডার কিংবা অভিজ্ঞরা। তাইতো মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে মাঠে নামার আগে প্রাধান্য দেয়া হলো এই ব্যাটিং অনুশীলনকেই।
বিপরীতে কিছুটা নির্ভার মুস্তাফিজ-তাইজুলরা। বোলিং অ্যাকশন পরিবর্তনের পর আরো ক্ষুরধার তাইজুল। আকবর-মোসাদ্দেকরা থামলেন শুধু হালকা স্ট্রেচিংয়ে।
তামিমের এই দলটা দারুণ। বিশেষ করে উদীয়মান ক্রিকেটাররা। আগের ম্যাচেই হেসেছিলো তরুণ শেখ মেহেদীর ব্যাট। তরুণ পেসার শরিফুলও দিয়েছিলেন আস্থার প্রতিদান। নিয়েছিলেন ৪ উইকেট।
অন্যদিকে, ব্যাটিং ব্যর্থতার বৃত্ত যেন ভাঙ্গতেই পারছে না মাহমুদউল্লাহ একাদশের অভিজ্ঞরা। মুমিনুল, ইমরুল, নাঈম কেউই দিতে পারছেন না আস্থার প্রতিদান। আগের দিন ম্যাচ থাকায় এদিন নির্ধারিত অনুশীলন বাতিল করেছে রিয়াদের দল।
তবে নিশ্চয়ই টুর্নামেন্টে দর্শক হতে চাইবে না তারাও। অনুপ্রেরণা খুঁজতে চাইবে দু’দলের প্রথম সাক্ষাতে ৫ উইকেটের জয় থেকেই। এ ম্যাচে দু’দলের স্কোয়াডেই আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। তাইতো আভাস মিলছে এক জমজমাট লড়াইয়ের।