ইসলাম ও ধর্ম ডেস্ক: মিনা ছেড়ে আরাফাতে উপস্থিত হচ্ছেন হাজিরা। যেখানে স্বাস্থ্য বিধি মেনে খুতবা শুনবেন প্রায় ৬০ হাজার মুসল্লি। মুসল্লিদের উদ্দেশে খুতবা দেবেন, মসজিদুল হারামের অন্যতম ইমাম শায়খ ড. বানদান বিন আবদুল আজিজ বালিলাহ। যা অনুবাদ হবে বাংলাসহ ৯ টি ভাষায়। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। আরাফাতের ময়দানে হাজিদের কণ্ঠে আজ সমস্বরে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক।
দিনব্যাপী কার্যক্রম শেষে মুজদালিফায় যাবেন তারা। যেখানে নামাজ আদায় ও পাথর সংগ্রহ করবেন মুসল্লিরা।
মঙ্গলবার পাথর নিক্ষেপ, পশু কোরবানি ও মাথার চুল কাটঁবেন হাজিরা। হাজিদের যাতায়াতে ব্যবহার করা হচ্ছে ৩ হাজার বাস। সর্বাত্মক সহায়তায় নিয়োজিত আছেন ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।