সম্প্রতি দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির। বর্তমানে চিত্রনায়ক জয় চৌধুরীর সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এ গুঞ্জন সত্য নয় বলে দাবি করেছেন জয়।
সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন মাহি-জয়। অনুষ্ঠানে তাদের করা মন্তব্যে অনেকেই মনে করেন প্রেম করছেন এ দুই তারকা।
একসঙ্গে কাজ না করেও জয়ের কীভাবে গভীর বন্ধুত্ব গড়ে উঠল, সে বিষয়ে ওই অনুষ্ঠানে মাহি বলেন, ‘অল্প সময়েই জয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওর সঙ্গে ২০১৯ থেকেই আমার বেশ ভালো সম্পর্ক। কিন্তু গোপন রেখেছিলাম। কারণ, যেকোনো জিনিস গোপন রাখলে সেটা সুন্দর থাকে।’
জয়ও এ বিষয়ে মাহির সুরেই কথা বলেন। এরপরই ডালপালা মেলে গুঞ্জনের।
এদিকে, গতকাল মঙ্গলবার রাতে একটি সিনেমার প্রদর্শনীতে গিয়ে এ বিষয়ে কথা বলেন জয়। মাহির সঙ্গে প্রেম করছেন না বলে দাবি করেন তিনি।
জয় বলেন, ‘সত্যি বলতে, এই নিউজের বিষয়ে আমিও জানি না। আপনাদের ভাবি (জয়ের স্ত্রী) একটু আগে আমাকে ইনবক্স করেছে। মাহি আমাকে করেনি এখনো। কারণ, মাহির সঙ্গে তো আমি সাক্ষাৎকার দিয়েই এসেছি। মাহির সঙ্গে আমার প্রেম–ট্রেম তো প্রশ্নই আসছে না। আমরা খুব ভালো বন্ধু।’
তিনি বলেন, ‘আমি, মাহিসহ যারা আমাদের গ্রুপে আছেন, সবাই পরিবারের মতো। এতে আমার পরিবার থেকে কোনো সমস্যা নেই। আমাদের এমন কোনো সম্পর্ক নেই, যেটা নিয়ে কথা-চালাচালি হবে। আমাদের অনেক পবিত্র একটি সম্পর্ক। অনেক ভালো বন্ধু।’
উল্লেখ্য, মাহিকে সর্বশেষ দেখা গেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায়। ছবিটিতে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন।
অন্যদিকে, জয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে নায়িকা অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি।