রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে আবারও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এ আদেশ দেন।
আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, লাল চাঁদ হত্যা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনকে মঙ্গলবার আদালতে হাজির করে আবারও ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁকে আবারও পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে লাল চাঁদকে হত্যা করে একদল লোক। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
আলোচিত এ হত্যার মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন মো. নান্নু কাজী, সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও মনির ওরফে ছোট মনির। এ মামলায় সোমবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ থেকে অন্যতম প্রধান আসামি মো. নান্নু কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে দুই ভাই রাজীব ব্যাপারী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার হয়। গতকাল মঙ্গলবার তাঁদের পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
এর আগে গত রোববার আলমগীর ও মনির ওরফে ছোট মনির নামের দুই আসামিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। তার আগে গত শনিবার এ হত্যা মামলায় গ্রেপ্তার মো. টিটন গাজীকে (৩২) পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।