হেল্থ ডেস্ক, আজনিউজ২৪: শীতকালে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে হুঁশিয়ার করে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আগাম সতর্কতায় ‘মাস্ক না পরলে সেবা নয়’ এমন নির্দেশনা রাজধানীসহ উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে দেয়া হবে।
রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক ক্যাথল্যাব জোন-২ উদ্বোধন করে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, নির্দেশনার বিষয়ে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। সূ্ত্র: চ্যানেল আই