পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি অবৈধভাবে পরিচালিত স্বর্ণ খনি ধসে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে বলে রোববার এএফপি প্রতিবেদনে উল্লেখ করেছে।
মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও, অবৈধ খনি কার্যক্রমের কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকার এই অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে যখন এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৪৮ জন।
তিনি আরও জানান, কিছু হতাহত পানিতে পড়ে যায়।তাদের মধ্যে একজন নারীও ছিলেন, যার পিঠে শিশু ছিল।
একজন স্থানীয় কর্মকর্তা এবং কেনিয়েবার স্বর্ণ খনি শ্রমিকদের সংগঠনও নিশ্চিত করেছে, এই ধসে এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছে।
একটি পরিবেশ সংস্থার প্রধান জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধান চালানো হচ্ছে এবং উদ্ধারকাজ এখনো চলছে।
পরিত্যক্ত খনিতে ধস, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা
সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনাটি একটি পরিত্যক্ত খনিতে ঘটেছে, যা একসময় একটি চীনা কোম্পানি পরিচালনা করত।
এক সরকারি কর্মকর্তা সিনহুয়া বার্তা সংস্থাকে বলেন, কিছু সূত্র বলছে নিহতের সংখ্যা প্রায় ৫০ জন হতে পারে। তবে এটি নিশ্চিত করা কঠিন, কারণ গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বারবার ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা
এর আগেও মালির স্বর্ণ খনিগুলোতে একাধিক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৯ জানুয়ারি কুলিকোরো অঞ্চলের কানগাবা জেলার ডাঙ্গা এলাকায় একটি স্বর্ণ খনি ধসে পড়ে, যেখানে অন্তত ১০ জন মারা যায় এবং বহু মানুষ নিখোঁজ হয়, যাদের বেশিরভাগই নারী।
এর আগে, গত বছরের জানুয়ারিতে একই অঞ্চলে আরেকটি স্বর্ণ খনির সুড়ঙ্গে ধস নামে, যেখানে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।
এই ধরনের দুর্ঘটনার কারণে মালির অবৈধ স্বর্ণ খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।