কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ দিয়ে প্রবেশের সময় ২৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (এমবিসিএ)। মঙ্গলবার (৫ আগস্ট) পৃথক দুটি ফ্লাইটে ওই বাংলাদেশিরা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে তাদের আটক করা হয়।
দেশটির সংবাদমাধ্যম এনএসটি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কেএলআই-১ দিয়ে সন্দেহজনক প্রবেশের সময় ২৬ জন বাংলাদেশি নাগরিকের ‘সমন্বিত প্রবেশ’ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে এমবিসিএ জানিয়েছে, প্রাথমিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি পদ্ধতিগতভাবে সাজানো প্রবেশের ইঙ্গিত পাওয়া যায়। আগমনের পর দলটিকে আরও তল্লাশির জন্য তৎক্ষণাৎ অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রবেশের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন তারা।
পরবর্তীতে ২৬ জনকে দেশটিতে প্রবেশে বাধা দেয়া হয় এবং ঢাকাগামী পরবর্তী ফ্লাইটে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানোর আদেশ জারি করা হয়। এই অভিযান জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলা রক্ষার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি প্রতিফলিত করে বলে জানায় সংস্থাটি।
সংস্থাটি আরও জানায়, মালয়েশিয়াতে ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে, কাজের সন্ধানে মালয়েশিয়াতে আসছে বহু বাংলাদেশি নাগরিকসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এই ধরনের প্রবেশের প্রচেষ্টাকে সহায়তা বা মদত দেয়ার জন্য যে কোনো পক্ষকে আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছে এমবিসিএ।