ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সেনাদের ফেলে যাওয়া সেসব অস্ত্রশস্ত্র এখন তালেবানের অস্ত্রভাণ্ডারে। আর সেসব নিয়ে রোববার (১৪ নভেম্বর) এক সামরিক কুচকাওয়াজ করেছে তালেবান। সেই কুচকাওয়াজে ছিল দখল করা মার্কিন সাঁজোয়া যান ও রুশ হেলিকপ্টার।
দীর্ঘ ২০ বছরের মার্কিন শাসনব্যবস্থাকে হটিয়ে ফের আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালেবান। চলতি বছরের আগস্টে তালেবানের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় লাখ লাখ টাকার অস্ত্রশস্ত্র রেখেই পালিয়ে যায় মার্কিন সেনারা।
রয়টার্সের খবরে বলা হয়, পশ্চিমা-সমর্থিত আফগান সরকার বাহিনীর পতনের পর তাদের ব্যবহৃত বিপুল অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম এখন তালেবানের হাতে।
নতুন প্রশিক্ষিত ২৫০ সেনাসদস্যের গ্রাজুয়েশন উপলক্ষে এ কুচকাওয়াজের আয়োজন করা হয় বলে জানান তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওরাজমি।
প্রতিবেদন অনুযায়ী, রোববার কাবুলে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে যুক্তরাষ্ট্রের তৈরি কয়েক ডজন এম-১১৭ সাঁজোয়া যান অংশ নেয়। মাথার ওপরে আকাশে মহড়া দেয় কয়েকটি এমআই-১৭ হেলিকপ্টার। অনেক তালেবানর সেনার হাতে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এম-৪ অ্যাসল্ট রাইফেল।
আরও পড়ুন : ১১ বছর কারাদণ্ড দেয়ার ৩ দিনের মধ্যেই মার্কিন সাংবাদিককে ছেড়ে দিল মিয়ানমার
তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক আফগান সেনাবাহিনীর পাইলট, মেকানিকসহ অন্যান্য বিশেষজ্ঞদের নতুন বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। নতুন এই বাহিনীর যোদ্ধারা ইতিমধ্যে প্রচলিত সামরিক উর্দি পরতে শুরু করেছেন।
তালেবানের বিরুদ্ধে মার্কিন সমর্থিত আফগান সরকারকে শক্তিশালী করতে আধুনিক অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকার আফগান সরকারকে ২৮ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বলে এক প্রতিবেদনে জানায় আফগানিস্তান পুনর্বাসনবিষয়ক স্পেশাল ইন্সপেক্টর জেনারেল কার্যালয় (এসআইজিএআর)।