ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি পদে, রক্ষণশীল ‘অ্যামি কনি ব্যারেট’কে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ব্যারেটকে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। গেল শুক্রবার বিচারপতি গিন্সবার্গের মৃত্যুর পর, মাত্র এক সপ্তাহের মধ্যেই এই নিয়োগ দেয়া হয়েছে। এর মাধ্যমে দেশটির সর্বোচ্চ আদালতে নয় সদস্যের বিচারক বেঞ্চের রক্ষণশীল মতাদর্শের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ এ।
মার্কিন সুপ্রিম কোর্টের সর্বকনিষ্ঠ বিচারক হতে যাচ্ছেন ৪৮ বছরের ব্যারেট। দুই দত্তক সন্তানসহ সাত সন্তান রয়েছে তার। পঞ্চম নারী হিসেবে দেশের সর্বোচ্চ আদালতে সেবা দেবেন তিনি।