ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: প্রেসিডেন্ট জো বাইডেনের ত্রাণ তহবিল মার্কিনিদের করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবেলায় সহায়তা করার লক্ষ্যে একটি বড় বাধা সরিয়ে দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের সিনেট ভবনে ভোটাভুটির মাধ্যমে বিলটি অনুমোদন পায়। জানা গেছে, প্রত্যেক রিপাবলিকান সিনেটরের বিরোধিতা সত্ত্বেও বিলটি অনুমোদিত হয়েছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিলটি সামনের মঙ্গলবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে উপস্থাপন করা হবে। আর ওই দিনই তা চূড়ান্ত অনুমোদন পাবে বলে ডেমোক্র্যাটদের প্রত্যাশা।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এই জরুরি সহায়তা প্যাকেজ অনুমোদনের ঘটনাকে জো বাইডেন প্রশাসনের বৃহৎ জয় বলে মনে করছেন ডেমোক্র্যাটরা। যদিও উচ্চ ব্যয়বহুল তহবিলটির তীব্র সমালোচনা করেছেন কয়েকজন রিপাবলিকান।
এদিকে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি ১৪ মার্চের মধ্যে ডেমোক্র্যাটদের এই পদক্ষেপটির অনুমোদন প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, এই সময়ের মধ্যে বিলটি কার্যকর করা সম্ভব না হলে, কয়েক মিলিয়ন মার্কিন নাগরিক বিপাকে পড়ার শঙ্কা রয়েছে।
সূত্র: কালের কণ্ঠ