বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, এইউজেডনিউজ২৪: ২০১৯ সালে বিশ্বের জনপ্রিয় চ্যানেল ইউটিউব-এ শীর্ষ দশটি সাইট মার্কিন সাময়িকী ফোর্বস-এ তালিকা প্রকাশ করে। আয়ের হিসেবে ২০১৯ সালের শীর্ষ দশ ইউটিউবারদের নাম হলো:
১. রায়ান কাজি: দুই কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন আট বছর বয়সী এই ইউটিউবার।
২. ডুড পার্ফেক্ট: দুই কোটি ডলার আয় করে তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে চ্যানেলটি।
৩. নাস্তেয়া: পাঁচ বছর বয়সী ইউটিউবার আনাস্তাসিয়া র্যাজিনস্কায়ার চ্যানেলটি আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার।
৪. রেট অ্যান্ড লিঙ্ক: ফোর্বসের হিসেবে এক কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে রেট অ্যান্ড লিঙ্ক।
৫. জেফরি স্টার: এক কোটি ৭০ লাখ ডলার আয় করে তালিকার পঞ্চমে জায়গা করে নিয়েছেন জেফরি স্টার।
৬. প্রেসটন আর্সেমেন্ট: মোট আয় করেছেন এক কোটি ৪০ লাখ।
৭. পিউডিপাই: পিউডিপাইয়ের এ বছরে আয় হয়েছে এক কোটি ৩০ লাখ ডলার।
৮. মার্কিপ্লায়ার: পিউডিপাইয়ের সমপরিমাণ আয় করেছেন মার্কিপ্লায়ার।
৯. ড্যানিয়েল মিডলটন: এক কোটি ২০ লাখ ডলার আয় করে তালিকার নবম স্থানে জায়গা করে নিয়েছেন ড্যানিয়েল মিডলটন। ১০. ইভান ফঙ: ২০১৯ সালে ইভান ফঙ’য়ের আয় হয়েছে এক কোটি ১৫ লাখ ডলার।
এরআগে, ইউটিউবারের মধ্যে প্রথম স্থানে রয়েছে ৮ বছরের এক বালক। সে ইউটিউবে ভিডিও পোস্ট করে আয় করেছে ২২ মিলিয়ন ডলার। অন্যদিকে ২১ বছরের এক তরুণ কৌতুক ও প্রতিক্রিয়ামূলক ভিডিও পোস্ট করে আয় করেছে সাড়ে ২১ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৫ ব্যক্তির করা ক্রীড়া ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল। তাদের আয় হয়েছে ২০ মিলিয়ন ডলার।
২৩ বছরের যুবক লোগান পল ইউটিউব চ্যানেল ‘দি অফিসিয়াল লোগান পল’ এ চলচ্চিত্র ও কৌতুক স্কেচ পোস্ট করে আয় করেছে সাড়ে ১৪ মিলিয়ন ডলার। সুইডেনের ২৯ বছরের পিউডাইপাই কৌতুক শো ইউটিউবে পোস্ট করে আয় করেছে সাড়ে ১৫ মিলিয়ন ডলার।
২৮ বছরের আইরিশ তরুণ সিয়ান উইলিয়াম ম্যাকলাফলিন ওরফে জ্যাকসসেপটাইসি খেলাধুলার ভিডিও ও স্কেচ কমেডি পোস্ট করে আয় করেছেন ১৬ মিলিয়ন ডলার।
ইভান ফং তার ভ্যানসগেমিং ইউটিউব চ্যানেলে ভিডিও গেম সম্পর্কে লাইভ বক্তব্য দিয়ে আয় করেছে ১৭ মিলিয়ন ডলার। কৌতুক ও ভিডিও গেম পোস্ট করে সাড়ে ১৭ মিলিয়ন ডলার আয় করেছে ২৯ বছরের মার্কিপ্লাইর। সূত্র: দেশে বিদেশে ও পূর্বপশ্চিম