ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা রাত ৯টা পর্যন্ত। সে হিসেবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শুরু হয়।
ভোর থেকেই নিউইয়র্ক, নিউজার্সি ও ভার্জিনিয়ার বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে ভোটারের সংখ্যা। দেশটির শত বছরের রেকর্ড ভেঙে এরইমধ্যে আগাম ভোট দিয়েছেনে নয় কোটি ৮৭ লাখের বেশি মানুষ।
ভোট পরবর্তী সংঘাতের শঙ্কায় নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এরআগে, শেষদিনের প্রচারণায় ট্রাম্প ঘোষণা দেন, হারলে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর ব্যালটের মাধ্যমে ট্রাম্পকে প্রতিহত করতে মার্কিনিদের প্রতি আহবান জানিয়েছেন বাইডেন। রয়টার্স-ইপসোসের সবশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন।