ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ সপ্তাহের প্রচারে রাত-দিন এক করে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। শনিবার নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকনসিনে প্রচারণা চালান ট্রাম্প। বলেন, দ্রুতই করোনাভাইরাস শেষ হয়ে যাচ্ছে।
অভিযোগ করেন, বাইডেন জয়ী হলে ঝুকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রকে উন্মুক্ত করে দেবেন। পেনসেলভেনিয়ায় প্রচারণায় বাইডেন অভিযোগ করেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কোনো উদ্যোগ নেননি ট্রাম্প।
মিয়ামিতে বাইডেনের পক্ষে প্রচারণায় সাবেক প্রেসিডেন্ট ওবামা, দ্বিতীয় মেয়াদে ট্রাম্পকে কেন প্রেসিডেন্ট বানাবে মার্কিনিরা, তা নিয়ে প্রশ্ন তুলেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ছিলেন অনেকটাই সংযত। তাঁরা একে অন্যকে কথা বলার সুযোগ দিয়েছেন। একে অন্যের সঙ্গে সম্মানের সুরে কথা বলেছেন। এমনকি একে অন্যকে আক্রমণের সুরটিও ছিল শান্ত।
বিবিসির খবর বলছে, বোঝা গেছে, মাইক বন্ধ করে দেওয়ার নতুন নিয়ম কাজে লেগেছে। সিএনএনের খবর বলছে, প্রথম বিতর্কের তুলনায় ট্রাম্প সংযত আচরণ করেছেন। তবে নাটকীয় কিছু দেখাতে পারেননি। রিপাবলিকান সমর্থকেরা চূড়ান্ত বিতর্কে ট্রাম্প নাটকীয় কিছু দেখাবেন বলে প্রত্যাশা করেছিলেন।
২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে মার্কিন সীমান্ত রক্ষাকারী কর্মকর্তারা পরিবারের কাছ থেকে ৫৪৫ শিশুকে বিচ্ছিন্ন রেখেছে। আইনজীবীরা তাঁদের মা-বাবার কাছে পৌঁছাতে পারেননি। পরিবারগুলোকে চিহ্নিত করে একত্রিত করার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন।
করোনাভাইরাস ইস্যুতে ট্রাম্প নিজের সংক্রমিত হওয়ার অভিজ্ঞতার কথা বলেন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, আসছে শীতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে। তবে ট্রাম্প বলেন অন্য কথা। তিনি বলেন, কিছু জায়গায় সংক্রমণ বাড়তে পারে। কিন্তু করোনা শিগগির চলে যাবে।
শীতে করোনার সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বাইডেনও। কিন্তু ট্রাম্প ভুল পরিসংখ্যান দিয়ে বাইডেনকে পরাস্ত করতে চান। তিনি বলেন, ৯৯ শতাংশ মানুষ সুস্থ হয়েছে। তিনি মনে করেন না শীতে ভয়াবহ কিছু হবে।