ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতেই হোঁচট খেল অভিশংসন শুনানি। শুনানির প্রথম দিন মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংনের পক্ষে এবং বিপক্ষে নিজেদের যুক্তি উপস্থাপন করেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলীয় সিনেটররা। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসন করতে প্রয়োজনীয় নথি পেতে সিনেটের কাছে আবেদন জানায় ডেমোক্র্যাটরা।
অভিশংসনের জন্য প্রয়োজনীয় নথি পেতে ডেমোক্র্যাটদের তিনটি আবেদনই আটকে দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সিনেটররা। কিন্তু ভোটের মাধ্যমে সেই প্রস্তাব নাকচ করে দেয়া হয়। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাসের পর তা উচ্চ কক্ষ সিনেটে উত্থাপন করা হলো।