ইন্টারন্যাশনাল ডেস্ক, আজনিউজ২৪: মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়ে ২৭০-এর কাছাকাছি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। সব দিক থেকেই প্রাথমিক ফলাফলে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ভোট এবং ইলেক্টোরালে বুড়ো বাইডেনের বেশ দাপট দেখছে বিশ্ববাসী। ইতিমধ্যে তার দল ডেমোক্র্যাট জয়ের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইলেক্টোরাল ভোটে প্রাথমিক ফলাফলে ট্রাম্প পেয়েছেন ২১৩টি।
টেনেসি (১১)
অ্যালাবামা (৯)
আরাকানসাস (৬)
ফ্লোরিডা (২৯)
ইন্ডিয়ানা (১১)
কানসাস (৬)
কেন্টাকি (৮)
লুইজিয়ানা (৮)
মিসিসিপি (৬)
মিজৌরি (১০)
নেব্রাস্কা (৫)
নর্থ ডাকোটা (৩)
ওকলাহোমা (৭)
সাউথ ক্যারোলাইনা (৯)
সাউথ ডাকোটা (৩)
টেনেসি (১১)
উইট্যাহ (৬)
ওয়েস্ট ভার্জিনিয়া (৫)
ওয়েমিং (৩)
ইধাও (৪)
আইওয়া (৬)
মনটানা (৩)
ওহাইয়ো (১৮)
টেক্সাস (৩৮)
বাইডেনের দখলে ২৩৮টি ইলেক্টোরাল ভোট।
অ্যারিজোনা (১১)
নিউ মেক্সিকো (৫)
নেভারাস্কা -২ (১)
ক্যালিফোর্নিয়া (৫৫)
কলোরাডো (৯)
কানেকটিকাট (৭)
ডেলওয়ার (৩)
ডিসট্রিক্ট অব কলম্বিয়া (৩)
ইলিনয় (২০)
ম্যারিল্যান্ড (১০)
ম্যাসাচুসেটস (১১)
নিউ হ্যাম্পশায়ার (৪)
নিউ জার্সি (১৪)
নিউইয়র্ক (২৯)
ওরেগন (৭)
রোডি আইল্যান্ড (৪)
ভারমন্ট (৩)
ভার্জিনিয়া (১৩)
ওয়াশিংটন (১২)
হাওয়াই (৪)
মিনেসোটা (১০)
নিউ মেক্সিকো (৫)
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের তথ্য মতে, পপুলার ভোটের ফলাফলে এখন পর্যন্ত ৪৯ দশমিক ৯ শতাংশ পেয়েছেন বাইডেন। তার কাছাকাছি ৪৮ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ট্রাম্প । মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। এর মধ্যে ২৭০টি ভোট পেলে নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট।
মার্কিন নির্বাচনে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হচ্ছে তার ঝুলিতে। গত নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট নিজের করে নেন জো বাইডেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন। এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৫৩। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট।
এই অঙ্গরাজ্য এবারের নির্বাচনের প্রথম থেকেই ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকেই এই রাজ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়ে ৬৭ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। গত নির্বাচনে জেতা উইসকনসিন ও অ্যারিজোনাতেও হেরেছেন ট্রাম্প। প্রায় দুই যুগ পর রিপাবলিকান ঘাঁটি অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের প্রথম জয় এনে দিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এদিকে ফলাফল বাকি আছে আরও পাঁচটি রাজ্যে। সেগুলো হলো- জর্জিয়া ১৬টি, আলাস্কা ৩টি, নেভাদা ৬টি, নর্থ ক্যারোলাইনা ১৫টি এবং পেনসিলভেনিয়া ২০টি।