ইন্টারন্যাশনাল ডেস্ক, ফরিদা অর্ভি, যুক্তরাষ্ট্র থেকে,আজনিউজ২৪: সারা আমেরিকার মানুষের ভোট পেয়ে আমরা সত্যিই খুব ভালো অবস্থানে আছি বলে আত্মবিশ্বাসের বাণী শুনিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি ধন্যবাদ সবাইকে। ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার পররপই তিনি এ মন্তব্য করেন। ভোট গ্রহণ শেষ হওয়ার রাজ্যের ফলাফলে কে এগিয়ে তা কয়েক ঘণ্টার মধ্যে জানা যাবে।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। বলেন, পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জয়ের ব্যাপারে আশবাদী তিনি। মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ব্লু ওয়াল নামে পরিচিত।
‘মনে হয় আমরা ভালো করছি। ব্লু ওয়াল পুনরুদ্ধার করতে যাচ্ছি আমরা। বলেন বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে আসন তিনটিতে ট্রাম্প জয় পান। ওই গেলো কয়েক দশকের আসন হাত ছাড়া হয়ে যায় ডেমোক্র্যাটদের।মঙ্গলবার মধ্যরাতে ঐতিহ্য মেনে উত্তর হ্যাম্পশায়ারের দুটি ছোট শহরে ভোটগ্রহণ শুরু হয়। ইন্ডিয়ানা এবং কেনটাকি রাজ্যে ভোট গ্রহণ শেষ হলেও অন্যান্য রাজ্যে ভোট গ্রহণ চলছে।
এবারের নির্বাচনে প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড। দেশজুড়ে চালানো জরিপে দেখা যাচ্ছে যে, জো বাইডেন বেশ এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি।