রাজধানী ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকায় পৌঁছেছেন। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নানা শর্ত মানার পরও এক দশকে পুনরুদ্ধার হয়নি শুল্কমুক্ত রপ্তানি সুবিধা-জিএসপি। সম্প্রতি র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরও চাপে ফেলেছে দু’দেশের সম্পর্ককে। যোগ হয়েছে রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে ভোট না দেয়ার ইস্যুও। তবে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন আশা দেখছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি বাতিলের প্রায় ১ দশক হলো। এর মাঝে দেশটির চাপিয়ে দেয়া রেসিপি মেনে শ্রম অধিকার নিয়ে কাজ হয়েছে অনেক। তবে পুনরুদ্ধার হয়নি অগ্রাধিকারমূলক বাজার সুবিধা।
পুরনো সেই টানাপোড়েনের মাঝেই নতুন অস্বস্তি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গেলো বছরের শেষে র্যাবের ওপর নিষেধাজ্ঞা। এমনই পরিস্থিতিতে চলতি মাসে দুই দেশ ঢাকায় বসছে সংলাপে। বিশ্লেষকদের মতে, যেখানে সফল আলোচনাই ঘুরিয়ে দিতে পারে সর্ম্পকের মোড়।
সাবেক কূটনীতিক হুমায়ুন কবীর বলেন, নিষেধাজ্ঞা কেনো দিয়েছে তার ব্যাখ্যাও কিন্তু তারা দিয়েছে। কি করলে তারা খুশি হবে কিংবা এটার সমাধান হবে তারও একটা ইঙ্গিত সেখানে আছে। এখনকার বৈশ্বিক পরিবেশ অনেক কিছু বদলে দিচ্ছে কিংবা দিবে। সে আলোকে আমার দেখে নিতে কোন জায়গাগুলো ইতিবাচক জায়গা, কোন জায়গাগুলোতে তারা আগ্রহী হবে আর কোন জায়গাগুলোতে আমি অংশগ্রহণ করতে পারি। তার ভিত্তিতে যদি আমরা এবারের সংলাপকে যদি একটু এগিয়ে নিয়ে যেতে পারি আমার ধারণা এটা টার্নিং পয়েন্ট হিসেবে হতে পারে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও সহযোগিতার ওপর জোর দিতে একটি প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন।
সফরে প্রতিনিধিদলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও প্রতিরক্ষা দপ্তরের নীতিবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি থাকছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ সফরে আন্ডার সেক্রেটারি ও তার সঙ্গে থাকা প্রতিনিধি দল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরও গভীর করতে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।