স্পোর্টস ডেস্ক: সুপার টুয়েলভের গ্রুপ-২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে এইডেন মার্করাম ও ডেভিড মিলারের হাফসেঞ্চুরিতে ভারতকে হারিয়ে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে করে শঙ্কায় পড়ে গেছে বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল খেলার আশা। ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।
এ জয়ে ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ভারত।
![](https://backoffice.channel24bd.tv/media/imgAll/2022October/uploads/01_1667141360.jpg)
রোববার (৩০ অক্টোবর) দিনের শেষ ম্যাচে পার্থে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়। টস জিতে আগে ব্যাট করে প্রোটিয়া বোলারদের পেস তোপে পড়ে ভারত। শেষ পর্যন্ত সূর্যকুমারের হাফসেঞ্চুরিতে ১৩৩ রান করতে সক্ষম হয়। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ ওভারে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়।
ভারতের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে আর্শদীপের পেস তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। স্কোরবোর্ডে ২৪ রানে তুলতেই তিন টপ অর্ডারকে হারিয়ে ফেলে প্রোটিয়ারা। চতুর্থ উইকেটে এইডেন মার্করাম ও ডেভিড মিলার ৭৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। জয় থেকে ৩৪ রান দূরে থাকতে মার্করামকে প্যাভিলিয়নের পথ দেখান হার্দিক পান্ডিয়া। তার আগে মার্করাম ৪১ বলে ১ ছয় ও ৬ চারে করেন ৫২ রান। এটি ছিল মার্করামের ক্যারিয়ারের ৯ম অর্ধশত।
![](https://backoffice.channel24bd.tv/media/imgAll/2022October/uploads/02_1667141372.jpg)
মার্করামের বিদায়ের ২২ রান পর বিদায় নেন ত্রিস্তান স্টাবস। বাকি সময় আর কোনও ঝামেলা না পাকিয়ে দলের জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন কিলার মিলার খ্যাত ডেভিড মিলার। মিলার ৪৬ বলে ৩ ছয় ও ৪ চারে ৫৯ রান করে অপরাজিত থাকেন। এটি ছিল মিলারের ক্যারিয়ারের ৬ষ্ঠ অর্ধশত। ভারতের হয়ে আর্শদ্বীপ ২টি, শামি, পান্ডিয়া, অশ্বিন একটি করে উইকেট লাভ করেন।
আরও পড়ুন: সেমির আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড
![](https://backoffice.channel24bd.tv/media/imgAll/2022October/uploads/03_1667141388.jpg)
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। দলীয় ২৩ রানে লুঙ্গির বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তিন রান পর একই ওভারের শেষ বলে আরেক ওপেনার লোকেশ রাহুলকে ফেরান লুঙ্গি। তৃতীয় উইকেটে চলতি আসরে টানা দুই হাফসেঞ্চুরি করা কোহলি বিপর্যয় কাটানোর চেষ্টা চালান কিন্তু দলীয় ৪১ রানে তাকে ফেরান লুঙ্গি। ম্যাচে এটি ছিল লুঙ্গির তৃতীয় উইকেট। কোহলি ১১ বলে ২ চারে করেন ১২ রান।
চতুর্থ উইকেটে সূর্যকুমার ও দীপক হুদা দলের হাল ধরেন। কিন্তু দলীয় ৪২ রানেই হুদাকে ফেরান নর্টজে। ৭ রান পর ব্যক্তিগত ২ রানে পান্ডিয়াকে ফেরান লুঙ্গি। ম্যাচে চতুর্থ উইকেট তুলে নেন তিনি। এরপর ষষ্ঠ উইকেটে অভিজ্ঞ কার্তিককে নিয়ে ৫২ রানের জুটি গড়েন সূর্য। দলীয় ১০১ রানে কার্তিক ব্যক্তিগত ৬ রান করে আউট হলে ভাঙে জুটি।
![](https://backoffice.channel24bd.tv/media/imgAll/2022October/uploads/04_1667141404.jpg)
দলীয় ১২৪ রানে অশ্বিন ও ১২৭ রানে সূর্য বিদায় নেন। সূর্য ৪০ বলে ৩ ছয় ও ৬ চারে করেন ৬৮ রান। টি-টোয়েন্টিতে সূর্যর এটি ১১তম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে ভারত ১৩৩ রানে গিয়ে থামে।
প্রোটিয়াদের হয়ে লুঙ্গি এনগিডি ৪টি, ওয়াইন পার্নেল ৩টি ও অ্যানরিখ নর্টজে এক উইকেট লাভ করেন।