স্পোর্টস ডেস্ক: মান-অভিমান ভুলে দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে খেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান। নিজে হতাশ হলেও জ্যেষ্ঠ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সাহস জুগিয়েছেন তিনি। তবে ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন, যেকোনো পজেশনে যেকোনো দায়িত্ব পালন করতে হবে তাদের।
ভিনদেশে মাঠে বসে বাংলাদেশের পরাজয় দেখেছেন নাজমুল হাসান। স্বাভাবিকভাবেই হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে তার। হতাশায় নিমজ্জিত বিসিবি বস।
এমন কঠিন পরিস্থিতিতে বসে না থেকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সদস্যরাও ছিলেন। তিনি সাকিবকে দায়িত্ব দিয়েছেন বাকিদের উজ্জীবিত করতে।
তামিমকে মিস করছে দল।তাই কোন্দল থেকে তৈরি হওয়া দূরত্ব ঘোচানোর আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি। দেশের স্বার্থে মান-অভিমান বড় করতে মানা করেছেন তিনি।
নাজমুল হাসানের চোখে আন্ডারডগ স্কটল্যান্ডের বিপক্ষে শুধু ব্যাটসম্যানরাই নন, দায়ী বোলাররাও। সবাইকে যেকোনো পজিশনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।