মানুষ পরিবর্তন দেখতে চায়, আওয়ামী লীগের মতো শাসনব্যবস্থা দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং সরকারি কলেজ প্রাঙ্গণে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, আমরা সংস্কার চাই, নির্বাচন চাই। কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছে। জনগণ নাকি তাদের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায়। এগুলো সব মিথ্যা কথা।
তিনি আরও বলেন, মানুষ নির্বাচন চায়, ভোট দিতে চায়। এর জন্য মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে।
লৌহজং থানা বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোস্তফার সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক রনি মৃধা, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, লৌহজং থানা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন, লৌহজং থানা যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।