‘মানি হাইস্ট’-এর স্রষ্টাদ্বয় ইসথার মার্টিনেজ লোবাতো ও অ্যালেক্স পিনা জানিয়েছেন, স্পিন-অফ সিরিজটি বার্লিন চরিত্রটিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। তাঁরা বলেন, ‘আমরা স্পিন-অফের আইডিয়া পছন্দ করেছি। এটা নতুন দলবল নিয়ে বার্লিনের গল্প, যা একেবারেই অন্য এক আবেগের গল্প।’
ডেভিড ওলিভিয়া, ডেভিড বেরোক্যালের সঙ্গে ‘বার্লিন’-এর প্রথম ও আট পর্বের চিত্রনাট্য লিখেছেন লোবাতো ও পিনা। সিরিজটি যৌথভাবে পরিচালনা করবেন আলবার্ট পিনতো, বারোক্যাল ও জিওফ্রি কাউপার।
আগামী ৩ অক্টোবর প্যারিসে শুরু হবে ‘বার্লিন’-এর শুটিং। ফ্রান্সের রাজধানী শহর ছাড়াও কয়েক সপ্তাহ ধরে সিরিজটির শুটিং হবে মাদ্রিদেও।
স্প্যানিশ ‘লা কাসা দে পাপেল’ বা ‘মানি হাইস্ট’ যখন স্পেনে মুক্তি দেওয়া হয়, তখন নির্মাতারা ভেবেছিলেন, দুটি পর্বে বলবেন একটা ব্যাংক ডাকাতির গল্প। কিন্তু এর জনপ্রিয়তায় নতুন নতুন পর্ব তৈরি করেন। ২০২০ সালে রেকর্ড পরিমাণ দামে সিরিজটি কিনে নেয় নেটফ্লিক্স।