কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি মানুষের মতো স্মার্ট নাকি এটি তার থেকেও বেশি স্মার্ট? বিজ্ঞানীদের মতে, মানুষের মস্তিষ্কের পূর্ণ পরিপক্বতা পেতে ২৫ বছর সময় লাগে। কিন্তু নতুন এক গবেষণায় দাবি করা হয়েছে, ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়িগুলোতে যে এআই ব্যবহার করা হচ্ছে তা মাত্র ১৭ বছরে মানব মস্তিষ্কের সমান হতে পারে।
গবেষকরা দীর্ঘদিন ধরে ভবিষ্যদ্বাণী করছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা শেষ পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে, যদিও তা কখন ঘটবে সে সম্পর্কে ভিন্ন ভিন্ন ভবিষ্যদ্বাণী রয়েছে।
অটো ব্যবসায়ী প্রতিষ্ঠান ভানারমার এক সমীক্ষা অনুসারে, টেসলার নতুন মাইক্রোচিপ ২০৩৩ সালের মধ্যে মানুষের চেয়ে ‘বেশি বুদ্ধিমান’ হবে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, এই মাইক্রোচিপটির এরইমধ্যে একটি মানব মস্তিষ্কের ৩৬ শতাংশের সমান প্রক্রিয়াকরণ ক্ষমতা রয়েছে। প্রায় ১০০ বিলিয়ন নিউরন একটি মানব মস্তিষ্ক তৈরি করে, যা একটি শিশুর প্রথম বছরে তিনগুণ আকারের হয় এবং ২৫ বছর বয়সে সম্পূর্ণরূপে বিকাশ লাভ করে। খবর ডেইলি মেইলের।
ভানারমার গবেষেণায় বলা হয়, টেসলার নতুন ডি১ মাইক্রোচিপ আগের যেকোনো গাড়িতে ব্যবহার করা মাইক্রোচিপের চেয়ে বেশি শক্তিশালী। এটি প্রতি সেকেন্ডে ৩৬২ ট্রিলিয়ন অপারেশন পরিচালনা করে। এর প্রক্রিয়াকরণ ক্ষমতা এরইমধ্যে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের এক-তৃতীয়াংশের (৩৬ শতাংশ) বেশি, যা প্রতি সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন অপারেশন পরিচালনা করতে সক্ষম।
টেসলার বর্তমান এবং আগের মডেল বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, টেসলার মাইক্রোচিপগুলোর ক্ষমতা প্রতি বছর ৪৮৬ শতাংশ হারে বাড়ছে।
ডোজো সুপার কম্পিউটার প্ল্যাটফর্ম এবং প্রতিষ্ঠানের অ্যাক্সেসযোগ্য স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেমের অংশ নতুন এই মাইক্রোপ্রসেসর ডি১ চিপটি শিগগিরই তৈরি করবে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা।
ভানারমা বলছে, ‘এটা ভাবা পাগলামী হবে না যে প্রযুক্তি আমাদের জীবদ্দশায় বুদ্ধিমত্তায় মানুষকে ছাড়িয়ে যাবে। মাইক্রোচিপগুলো বর্তমানে মস্তিষ্কের সিন্যাপ্সের মতো কাজ করতে সক্ষম। গবেষকরা এমন চিপ তৈরি করছেন যা মস্তিষ্কের কাজ করার পদ্ধতি থেকে অনুপ্রাণিত।’