আমাদের চার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন অসংখ্য দেশের জন্য নিবেদিত প্রাণ মানুষ।তারা কাজ করেন কোন কিছুর পাওয়ার আশা ছাড়াই। তাদের বেশির ভাগই থাকেন লোকচক্ষুর অন্তরালে। কিছু লোককে আমাদের সামনে নিয়ে আসেন তাদেরকে আরেক অনন্য হৃদয়ের মানুষ। তেমনই এক অনন্য হৃদয়ের মানুষ আবু ইউসুফ ভূঁইয়া।
মানবতার সেবায় নিবেদিতপ্রাণ, এক অনন্য দৃষ্টান্তের নাম—আবু ইউসুফ ভূঁইয়া। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম এই মহত্প্রাণ মানুষের। প্রয়াত আলহাজ্ব আব্দুল লতিফের জ্যেষ্ঠ সন্তান ইউসুফ, চার ভাইবোনের মধ্যে বড়। শৈশব থেকেই ধর্মীয় অনুশাসন আর নৈতিক শিক্ষায় বেড়ে উঠা ইউসুফ ভূঁইয়া একজন কোরআনে হাফেজ এবং দক্ষিণ শ্রীহাস্য নেছারিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হন।
প্রায় দুই দশক আগে জীবিকার তাগিদে পাড়ি জমান সৌদি আরবের আল কাসিম অঞ্চলে। সেখানে কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল ব্যবসায়ী হিসেবে। বর্তমানে তিনি সৌদি আরবে তার মায়ের নামে গড়ে তুলেছেন ৬টি ব্যবসা প্রতিষ্ঠান, যেখানে কর্মরত রয়েছেন ২৭ জন বাংলাদেশি শ্রমিক। এসব শ্রমিক নিজ নিজ পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছেন ইউসুফের সহানুভূতির ছোঁয়ায়।
কিন্তু আবু ইউসুফ ভূঁইয়া শুধুমাত্র একজন প্রবাসী ব্যবসায়ী নন, তিনি একাধারে একজন সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা। নিজ এলাকার প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও দায়বদ্ধতা তাকে পরিণত করেছে একজন মানবিক নেতা হিসেবে। গ্রামের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট—সবখানেই রয়েছে তার উন্নয়নমূলক অবদান। তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের।
শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব নিরসনসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে তার অংশগ্রহণ চোখে পড়ার মতো। পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে রেখেছেন বলিষ্ঠ ভূমিকা।
ভবিষ্যতে আরও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,
আমার সামর্থ্য অনুযায়ী আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক যেকোনো প্রয়োজনে আমার দরজা সবসময় খোলা থাকবে।
তার এই নিঃস্বার্থ অবদান ও মানবিক কর্মকাণ্ডে এলাকাবাসী অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। জনসাধারণ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।