পলিচিক্যাল ডেস্ক: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ২০১৫ সালে বিএনপি ৯০ দিন হরতাল দিয়েছিল। তখন যেভাবে ঘরে ঢুকিয়ে ছিলাম, যেভাবে মাথা নিচু করে গুলশানের বাড়িতে গিয়েছিল, আগামী দিনেও সেভাবে যেতে হবে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, বাংলাদেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে, আজকে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণেই বাংলাদেশে সোনালী ফসল হবে। তাই বাংলাদেশে খাদ্যের দুর্ভিক্ষ হবে না।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিনি আরও বলেন, পৃথিবীর অন্য যে কোনো দেশে খাদ্যের অভাব হতে পারে। কিন্তু বড় ধরনের কোনো দুর্ভিক্ষ দেখা না দিলে বাংলাদেশ কোনো খাদ্য সংকটে পড়বে না। দেশে কোনো হাহাকার নেই, আগামী দিনেও হাহাকার হবে না।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি দীর্ঘদিন এদেশে ক্ষমতায় থাকার জন্য ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বিএনপি সেই খুনীচক্রকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনের হুমকি দিচ্ছে। আওয়ামী লীগ দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের এই অপ তৎপরতা রুখে দিবে। দেশ থাকলে সরকার থাকতে হবে। আর সব মিলিয়ে পুলিশ থাকতে হবে। পুলিশ থাকবে না, এটা কখনও হয় না। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রেললাইনে আগুন দিবে, বিদ্যুৎ লাইন কেটে দিবে, ঘরে ও বাসে আগুন দিবে, জীবন্ত মানুষ মারবে। আর পুলিশ চুপ করে বসে থাকবে, তা কখনও হয় না। আওয়ামী লীগও চুপ করে বসে থাকবে না। রাজপথ বিএনপির কাছে থাকবে না। দেশের রাজপথ আওয়ামী লীগের দখলে আছে ও থাকবে।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপাসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।