ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মাত্র তিরিশ ঘণ্টা আগে জন্মানো এক শিশু’র শরীরে হানা দিয়েছে নোভেল করোনা ভাইরাস। চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর উহানে জন্মানো একদিনের ওই শিশুকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল। ওই নবজাতক ছেলে না মেয়ে, তা জানা যায়নি। তবে চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শিশুটির মার শরীরে ওই ভাইরাস ছিল। তার থেকে শিশুর দেহেও সংক্রমণ ছড়িয়েছে। আইসোলেশনে রেখে মা ও শিশুর চিকিৎসা চলছে। তবে তারা কেমন আছেন, তা জানা যায়নি।
চীনা সরকারি সংবাদ সংস্থা যদিও গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত আর এক নারী সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেই শিশুটির দেহে ভাইরাস মেলেনি।
চীনের মূল ভূখণ্ডে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৫৬৪। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।
মাত্র তিরিশ ঘণ্টা আগে জন্মানো এক শিশু’র শরীরে হানা দিয়েছে নোভেল করোনা ভাইরাস
আন্তর্জাতিক
0 Views