ইন্টারন্যাশনাল ডেস্ক: অবরুদ্ধ গাজায় সোমবার (১৮ এপ্রিল) মধ্যরাতে একের পর এক বোমাবর্ষণ করেছে ইসরায়েলে। স্থানীয় মিডিয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে অভিযান চালানোর কয়েক দিন পর গাজায় বোমাবর্ষণ করল। আল আকসায় অভিযানের পর জর্ডান ও মার্কিন মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এরইমধ্যে এই হামলা চালাল ইসরায়েল। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবার মাঝরাতে দক্ষিণাঞ্চলীয় গাজায় বোমাবর্ষণ করে ইসরায়েলি বিমানবাহিনী। আর গাজার শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, প্রতিরোধের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি, যারা আমাদের বিমান বিধ্বংসী প্রতিরক্ষাকে নিয়ে যুদ্ধবিমানগুলোর মুখোমুখি হয়েছিলেন। ইসরায়েলি বিমানগুলো ‘খালি জায়গায়’ আঘাত করেছে বলেও দাবি করেছে হামাস।
এর আগে সোমবার ইসরায়েল জানায়, গাজা থেকে দেশটিতে একটি রকেট ছোড়া হয়েছে। ওই হামলার জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় হামাসের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে বলে জানায় ইসরায়েল। এদিকে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।