অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে সবসময় সরব অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক নানা ইস্যুতে মত প্রকাশ করে থাকেন তিনি। এবার দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে নিজের হতাশা ঝেড়েছেন সামাজিকমাধ্যমে।
শনিবার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে ফারিয়া লেখেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো জানি না! এক পার্টির বড়রা টাকা মেরে ভেগেছে, ছোটরা অনলাইনে (প্রকাশযোগ্য নয়) লিখে সেই শোক কমায়। আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিক করছে।”
তিনি আরও লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ—নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে?’ আর অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!’”
পোস্টের শেষদিকে ফারিয়ার হতাশা আরও স্পষ্ট হয়ে ওঠে: “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এ অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো। আমিন।”
তবে শুধু নিজের বক্তব্য দিয়ে থেমে থাকেননি শবনম ফারিয়া। মন্তব্যের ঘরে এক নেটিজেনের কটাক্ষের কড়া জবাবও দেন তিনি। ওই ব্যক্তি লেখেন, “এটাই তো চেয়েছিলেন আপনারা—সুন্দর একটা দেশকে পানিতে নামিয়ে এখন নাটক করেন। ও আপনি তো নাটকেরই লোক, আপনাদের দ্বারা মানায়। চালিয়ে যান।”
জবাবে ফারিয়া লিখেছেন, “আপনাদের বড়দের চুরি-চোট্টামি একটু কম হলে, আর জুলাইয়ে পোলাপানদের গুলি না করলে আমাদের এতো কিছু করতে হতো না!”