হেলথ ডেস্ক : দেশে আমদানী করা মাছের খাদ্যে শুকরের দ্রব্যের উপস্থিতি আছে কিনা তা সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন।
রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এটর্নি জেনারেল বলেন, এর আগে মৎস্য খাদ্যে শুকরের দ্রব্যের অস্তিত্ব মিলেছিলো। এখন তা আছে কিনা পরীক্ষা করা প্রয়োজন। এরপর আদালত পরীক্ষার নির্দেশ দেন। ১০ দিনের মধ্যে এটি করতে হবে।
এদিকে আমদানীকারকের আইনজীবী জানিয়েছেন এরইমধ্যে বহু মৎস্য খাদ্য বন্দরে আটকা পড়ে আছে। এরজন্য আট কোটি টাকা লোকসানও গুণতে হয়েছে। এই সব খাদ্য দেশে না ঢুকতে পারলে সংকট তৈরী হবে।
মাছের খাদ্যে শুকরের উপাদান আছে কি না তা পরীক্ষার নির্দেশ
স্বাস্থ্য কথা
0 Views