সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং তাঁর স্ত্রী সীমা হামিদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ রোববার এ আদেশ দেন।
এর আগে দুদকের পক্ষ থেকে পৃথকভাবে এই তিনজনের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
১৬ জানুয়ারি মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে জানানো হয়, শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মহিবুল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেন। তাঁর ৪১টি ব্যাংক হিসাবে ১১৩ কোটি ৭৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। শুনানি নিয়ে আদালত তাঁর ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।
এ ছাড়া ১৬ জানুয়ারি নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন। এ অভিযোগের ভিত্তিতে নসরুল হামিদ ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার আবেদন করেছিল দুদক।

