গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার একটি বাস ও তাকওয়া পরিবহনের একটি মিনিবাস পাশাপাশি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি উঠে যায় সড়ক বিভাজকের ওপর। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ১০টায় মহাসড়কের ২ নম্বর সিঅ্যান্ডবির কাছে ডিভাইন টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের একজন কানন মিয়া। তিনি ঘটনাস্থলের অদূরে বেড়াইদেরচালা গ্রামের বাসিন্দা। অপরজনের নাম জানা যায়নি।
মুঠোফোনে ওই সড়ক দুর্ঘটনার ভিডিও ধারণ করেছেন পেছনের গাড়িতে থাকা শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। ওই ভিডিওতে দেখা যায়, মহাসড়কের ঢাকা-শেরপুর-ঢাকার মধ্যে চলাচলকারী মামুন পরিবহনের একটি দূরপাল্লার বাস ময়মনসিংহগামী লেনে এগিয়ে যাচ্ছে। বাঁ দিকে একই লেনে থাকা তাকওয়া পরিবহনের একটি মিনিবাস যাচ্ছিল। ডান পাশে জায়গা থাকার পরও মামুন পরিবহনের বাসটি তাকওয়া মিনিবাসকে বাঁ পাশে চেপে রেখে এগিয়ে যেতে থাকে। একপর্যায়ে তাকওয়া মিনিবাসের গতি কমে আসে। একপর্যায়ে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকের সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় পেছনে থাকা একটি মাইক্রোবাস গতি নিয়ন্ত্রণ করে সামনের দুর্ঘটনাকবলিত বাসের সঙ্গে সংঘর্ষ এড়ায়। দুটি বাস চলার সময় বাঁ পাশের লেনে একই দিকে চলা ব্যাটারিচালিত অটোরিকশায় পেছন থেকে আঘাত করে। এ ঘটনায় ছিটকে পড়েন অটোরিকশার যাত্রীরা।
শরিফুল ইসলাম প্রথমে আলোকে বলেন, তাঁরা মাওনা চৌরাস্তায় যাওয়ার জন্য মহাসড়কের পাশে কয়েকজন অপেক্ষা করছিলেন। একপর্যায়ে তাঁরা একটি বাসে চড়েন। বাসটি আনসার রোড পার হওয়ার পর সামনে থাকা তাকওয়া ও মামুন পরিবহনের মধ্যে পাল্টাপাল্টি চোখে পড়ে। তিনি মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন। কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। মামুন পরিবহনের বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
শরিফুল ইসলাম জানান, ওই ঘটনার পর বেশ কিছুক্ষণ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত তাকওয়া পরিবহনের মিনিবাসটি উদ্ধার করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটার খবর আমি পাইনি। হাইওয়ে পুলিশ তো জানেই না। দেখি, আমি আবার খবর নিচ্ছি।’