ইসলাম ও ধর্ম ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারী করোনা মোকাবেলায় মক্কা-মদিনার পর মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদে আক্বসায় পবিত্র রমজান মাসেও সব ধরণের নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে জর্ডানের নিযুক্ত জেরুজালেম ইসলামিক ওয়াকফ জানিয়েছে, মুসলিম নেতাদের মতামত এবং চিকিৎসকদের পরামর্শ নিয়েই মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিতে মুসলিমদের পুরো রমজানজুড়ে বাড়িতেই নামাজ আদায় করা উচিত।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মসজিদ গুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাই সেখানকার মুসলিম নেতারাও এই সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা দিয়েছেন। মসজিদে আক্বসার তত্ত্বাবধানে থাকা জর্ডানের নিযুক্ত জেরুজালেম ইসলামিক ওয়াকফ এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন।
তবে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আনা হলেও রমজানে পাঁচ ওয়াক্ত নামাজের সময় অবশ্যই আল আক্বসায় আজান দেওয়া হবে। এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আনা হয়নি।