নরসিংদী প্রতিনিধিঃ সরকার ঘোষিত ছুটির দ্বিতীয় দিনে করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম রোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ। সকাল থেকে নরসিংদী বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ রাখা নিশ্চিত করতে নরসিংদীতে টহল দিচ্ছেন সেনাবাহিনী ও পুলিশ কুইক রেসপন্স টিম।
জেলায় দায়ীত্বরত সেনা ক্যাপ্টেন সাদিয়া জানান, শহরের বিভিন্ন স্থানে সেনা টহল অব্যাহত আছে। দিনব্যাপী শহরের বিভিন্ন বাজার ও অলি-গলির দোকানপাটে টহল পরিচালনা হবে। এসময় প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে নিষেধ ও জর“রী কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানান তিনি।
অপরদিকে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম নরসিংদীর বিভিন্ন স্থানে ছয় ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে জর“রী খাদ্য সংগ্রহের আবেদন সম্বলিত ব্যানার স্থাপন করেছেন।
নরসিংদী সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, করোনা ভাইরাসে নরসিংদী জেলায় কোন রোগী সনাক্ত না হলেও করোনা ভাইরাস সন্দেহে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ৫৮৯ জন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং আইসোলেশনের জন্য নরসিংদী সদর হাসপাতালে ৬টি বেড প্রস্তুুত রাখা হয়েছে।
মহামারী করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনা, পুলিশ টহল অব্যাহত। ৫৮৯ জন হোম কোয়ারেন্টাইনে
বিশেষ বুলেটিন
0 Views