হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জনের শরীরে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জনে। আরো ২০ জনের প্রাণহানী নিয়ে ভাইরাসে মারা গেছেন এ পর্যন্ত ৪৫২ জন করোনা রোগী বলে শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) (বর্তমানে মহাপরিচালকের দায়িত্বে) ডা. নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে
স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯৬ জন করোনা থেকে সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৮৬ জন। সূত্র : ইউএনবি