ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে প্রাণহানি দেড় লাখ ছাড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। এক সপ্তাহের মৃত্যুর ব্যবধানে বাড়লো আরও ৫০ হাজার। করোনাভাইরাসের প্রতি মুহূর্তের আপডেট জানানো ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে রাত সাড়ে ১১ টার দিকে দেখা যায় প্রাণহানিরর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।
চীনের উহানে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সনাক্তের পর এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ এবং অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি এই করোনাভাইরাস। করোনায় সবচেয়ে বিধ্বস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখ। মৃত্যু ৩৫ হাজার ৫০০ জনের।
মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৭২ হাজার ৪৩৪ জন। মৃত্যু হয়েছে ২২ হাজার ৭৪৫ জনের। তৃতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে ১ লাখ ৮৮ হাজার ৬৮ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৭৮ জনের।
ফ্রান্সে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯২০ জনের। আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার ২৭ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৪৫৬ জন। মৃত্যু ৪ হাজার ১৯৩ জনের।
যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৫৭৬ জন। আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৬৯২ জন। ইরানে আক্রান্ত ৭৯ হাজার ৪৯৪ জন। মৃত্যু হয়েছে ৪ ৫৫৮ জনের। বেলজিয়ামে মৃত্যু ৫ হাজার ১৬৩ জনের। নেদারল্যান্ডসে মৃত্যু ঘটেছে ৩৪৫৯ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণহানি হয়েছে ১৫ জনের। মোট মৃতের সংখ্যা ৭৫ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৮ জন।
মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে প্রাণহানি দেড় লাখ ছাড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে
বিশেষ বুলেটিন
0 Views