ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে মঙ্গলবার ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড-১৯ এ মারা গেছেন ১ হাজার ৬৩০ জন। এর আগে সোম ও রবিবার যথাক্রমে ১০০৮ ও ৭৫০ জনের মৃত্যু হয়।
এদিকে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে আমেরিকায়। মঙ্গলবার ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮০২ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- যুক্তরাষ্ট্রে মোট ৮৩ হাজার ৪২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এই রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৭৪৬ জন।