ইতিহাসের সবচেয়ে গভীর ও অর্থবহ পরিবর্তন এসেছিল শান্তিপূর্ণভাবে, তবুও তা ছিল অত্যন্ত নির্ণায়ক। রাসুল মুহাম্মদ (সা.) মানুষের বিশ্বাস, আচরণ, রীতিনীতি এবং সামাজিক প্রথাগুলো পরিবর্তন করেছিলেন কেবল দয়া ও বিনম্র প্রচারণার মাধ্যমে। তিনি কাউকে তাঁর সঙ্গে একমত হতে বাধ্য করেননি এবং প্রয়োজন ছাড়া কখনো শক্তি প্রদর্শনের আশ্রয় নেননি। তাঁর নেতৃত্বের এই বৈশিষ্ট্যগুলো তাঁকে একজন অসাধারণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মক্কার দুর্বিষহ সময়ে ধৈর্য ও সহনশীলতা
রাসুল (সা.) তাঁর দাওয়াতের প্রথম তেরো বছর মক্কায় অত্যন্ত দুর্বল অবস্থায় কাটিয়েছেন। তাঁর স্বদেশবাসী তাঁকে এবং তাঁর অনুসারীদের নির্যাতন চালিয়েছিল। তবুও তিনি ধৈর্য ও নম্রতার সঙ্গে তাদের মোকাবেলা করেছেন। তিনি কখনো প্রতিশোধ বা অভিশাপের পথ বেছে নেননি। তাঁর এই ধৈর্য ও সহনশীলতা তাঁর নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। মক্কার মুশরিকদের সঙ্গে সহাবস্থান করার সময় তিনি তাদের প্রতি খোলা হৃদয় ও নম্রতা প্রদর্শন করেছেন, যদিও তারা তাঁর এবং তাঁর অনুসারীদের প্রতি শত্রুতা ও নির্যাতন চালিয়েছিল। (ইবনে হিশাম, আস-সীরাহ আন-নাবাবিয়্যাহ,দারুল মা’রিফা, ১৯৯৮, পৃষ্ঠা ১৪৩)।