রাজধানীর মহাখালীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রবিবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সড়ক অবরোধ করে রাখা হয়। এতে প্রায় আড়াই ঘণ্টা মহাখালীর প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সড়ক অবরোধের কারণে শুধু মহাখালী নয়, আশপাশের এলাকাও তীব্র যানজটে থেমে যায়। সাতরাস্তা, বনানী ও গুলশান পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জানান, কাউন্টার ঘিরে বিরোধের একপর্যায়ে দুই পক্ষের লোকজন টার্মিনালের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বনানী ও তেজগাঁও থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সঙ্গে আলোচনায় বসেন। টানা আলোচনা শেষে রাত রাত সাড়ে ১২টায় সড়ক থেকে অবরোধ সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, কাউন্টারটি কারও দখলে থাকবে না। সমাধান না হওয়া পর্যন্ত এটি পুলিশ ব্যবহার করবে।