মহাকাশে উন্নত যোগাযোগ স্যাটেলাইট পাকস্যাট এমএম ওয়ান উৎক্ষেপণ করেছে পাকিস্তান। চীনের সহায়তায় স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। এ নিয়ে মহাকাশের উদ্দেশে দুটি স্যাটেলাইট পাঠালো দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটি। খবর জিও নিউজের।
পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) জানিয়েছে, চীনের জিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার (এক্সএসএলসি) থেকে উৎক্ষেপিত স্যাটেলাইটটি দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সরবরাহ করতে সাহায্য করবে। একই সঙ্গে ডিজিটাল যুগের সূচনায় সহায়তা করবে।
স্যাটেলাইটটিটি মহাকাশে পৌঁছাতে প্রায় চারদিন সময় লাগবে। একবার সেটি মহাকাশে পৌঁছে গেলে অত্যাধুনিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠায় অবদান রাখবে। এ ছাড়া দেশটির টেলিকম সেক্টরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে।
স্যাটেলাইট উৎক্ষেপণ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই স্যাটেলাইট সারাদেশে দ্রুত ইন্টারনেট সুবিধা প্রদানে সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শাহবাজ বলেন, আমি পাকিস্তানজুড়ে ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে পাকস্যাট এমএম ওয়ানের সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষভাবে উত্তেজিত। এই স্যাটেলাইট শুধু পাকিস্তানি নাগরিকদের জীবনমান উন্নত করবে না বরং অর্থনৈতিক কার্যক্রম, ই-কমার্স ও ই-গভর্নেন্সের বিকাশ ঘটাবে।
এর আগে গত ৩ মে প্রথমবারের মতো ঐতিহাসিক চন্দ্র মিশন শুরু করে পাকিস্তান। ওই দিন চীনের হাইনান থেকে চীনা চ্যাং ই সিক্স মহাকাশযান পাকিস্তানের চন্দ্রযানটি মহাকাশে নিয়ে যায়।