ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলি আগ্রাসন উপেক্ষা করে মসজিদুল আল-আকসা চত্বরে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন প্রায় ২০ হাজার ফিলিস্তিনি। গতকাল মঙ্গলবার (২০ জুলাই) জেরুজালেম আল-কুদস শহরের পুরনো অংশে অবস্থিত মসজিদুল আকসায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগের দিন সোমবার হঠাৎ কিছু উগ্র ইহুদি নিরাপত্তা বেষ্টনি ভেঙে মসজিদুল আকসায় অনুপ্রবেশ করে। এ ঘটনায় মুসল্লিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে ইসরাইলি পুলিশ মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসল্লিদের বেধড়ক মারপিট করে।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে আল-আকসা মসজিদ চত্বরে এসব আগ্রাসনের জের ধরে নতুন করে সংঘাত শুরু হলে তার দায় ইসরাইলকে নিতে হবে বলে ঘোষণা করে।
এদিকে হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলো আল-আকসা মসজিদ পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে।