বিনোদন ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণব্যাধী করোনার ছোবলে ভারত জুড়ে লকডাউনে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ভাইজান খ্যাত সালমান খান। যেহেতু এই ছোবলে বন্ধ বলিউডের শুটিং। আর এ কারণে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন সিনেমার সঙ্গে জড়িত টেকনিশিয়ান ও শ্রমিকরা। যা সালমানকে ব্যাপকভাবে ভাবিয়ে তুলছে।
এমনকি যতদিন এ অচলবস্থা চলবে ততদিন দৈনিক মজুরির সিনে শ্রমিকদের নিজের এবং তাদের পরিবারের প্রতিদিনকার খাবার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি দেখবেন সালমান খান। আর এ পুরো প্রক্রিয়ায় ব্যয় হওয়া অর্থের সম্পূর্ণটা নিজের পকেটের টাকায় খরচ করবেন বলে ঘোষণা দেন তিনি।
অনেক আগে থেকে সালমান নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। এমনকি যে কোনো সংকটে ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ছিলেন এই অভিনেতা। করোনার জেরে আবারও তিনি নিজের মানবতার প্রমাণ দিলেন।