মরণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২১ জনসহ মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৩ জন।আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৩৭৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন। এই সময়ে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬১৫ জনের শরীরে।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সূত্র: একাত্তর টিভি