ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণের প্রার্দুভাব আগামী জুলাইয়ের শেষ নাগাদ শুধুমাত্র ভারতের রাজধানীতেই আক্রান্ত ৫ লাখ ছাড়াবে বলে শঙ্কা প্রকাশ করছেন দেশটির কেজরিওয়াল সরকার।
২ কোটি মানুষের দিল্লির কেজরিওয়াল সরকারের শঙ্কা, জুলাইয়ের শেষ নাগাদ কেবল ভারতের রাজধানীতেই আক্রান্ত ৫ লাখ ছাড়াবে।
ভারতে দিনে গড়ে প্রায় দেড় লাখ মানুষের নমুনা পরীক্ষা চলছে। সমানতালে বাড়ছে সংক্রমণ। মুম্বাই, দিল্লি কিংবা আহমেদাবাদের কোভিড হাসপাতালগুলোতে খালি নেই শয্যা।
বিলাসবহুল হোটেল এবং স্টেডিয়ামকে ফিল্ড হাসপাতালে পরিণত করার কথা ভাবছে দিল্লি সরকার। দিল্লির সব বাসিন্দাকে করোনা টেস্টের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
১৯ জুন থেকে ফের লকডাউন দেয়া হবে চেন্নাই এবং আরও ৩ জেলায়। গুজরাটে প্রাণহানি বেশি হওয়ায়, এবার রীতিমতো মোদিকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অভিযোগ, লকডাউন ব্যর্থ।