হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও ১০৪১ জন এবং আরও ১৪ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ৩৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ভাইরাসে নতুন করে ১০৪১ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর মধ্যদিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।
নাসিমা সুলতানা জানান, ঢাকায় মোট ৪৫৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং তিনজন নারী। ঢাকায় ৯ জন মারা গেছেন। বাকি পাঁচজন চট্টগ্রামে, যোগ করেন তিনি। সূত্র : ইউএনবি