ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণঘাতী কোভিড-১৯ করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও একদিনে মৃত্যু আড়াই হাজারের কাছাকাছি পৌঁছেছে। দেশটিতে স্থানীয় সময় মঙ্গলবার কোভিড-১৯ আক্রান্ত ২ হাজার ৩৫০ জন মৃত্যুবরণ করেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৭২ হাজার ২৭১ জনে।
গত এক সপ্তাহের মধ্যে একদিনে এই মৃত্যুর সংখ্যা সর্বাধিক। এর আগে গত ৩০ এপ্রিল একদিনে ২২০১ জনের মৃত্যু হয়। তবে এরপর এক সপ্তাহে করোনায় মৃত্যু দৈনিক দুই হাজার ছাড়ায়নি। এদিকে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৭৯৮ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মোট ৭২ হাজার ২৭১ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৭ হাজার ৬৩৩। সুস্থ হয়েছেন মোট ২ লাখ ৬২৮ জন।