ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ৬ শতাংশ। আর আক্রান্তদের চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার হার প্রায় ১৮ শতাংশ। প্রথম করোনা শনাক্ত হওয়া চীনে আক্রান্ত ৮১ হাজার ৭শ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজারের বেশি, যা মোট আক্রান্তের ৯৪ শতাংশ। তাই বেইজিংয়ের কাছে ওষুধ চেয়েছে জার্মানি। পেয়েছে সহায়তার আশ্বাসও।
করোনাভাইরাস শনাক্তে কিট সংকটে পুরো বিশ্ব। এখনও সন্ধান মেলেনি কার্যকর প্রতিষেধকের। তারপরও করোনা ঠেকাতে চীন যেসব ওষুধ ব্যবহার করেছে তা চেয়েছে জার্মানি। তাদের আহ্বানে সাড়াও দিয়েছে বেইজিং।
চায়নিজ অ্যাম্বাসেডর জানান, করোনা চিকিৎসায় চীনে যে ওষুধ ব্যবহার হয়েছে- তা আমাদের মজুদ রয়েছে। সেটি দেয়ার অনুরোধ করে চিঠি দিয়েছেন জার্মানির একজন চিকিৎসক। দেশটিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কাজ করছেন তিনি।
অন্যদিকে করোনা রোগীদের চিকিৎসায় সহায়ক নয় বরং পুরোপুরি কার্যকরী ওষুধ উৎপাদনের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। আক্রান্তদের নমুনা সংগ্রহের পর করোনা জীবাণু ধ্বংসের পরীক্ষা চালানো হচ্ছে লুইসিয়ানার একটি ল্যাবে। এখন পর্যন্ত শতভাগ সফল না হলেও শিগগির কার্যকর ওষুধ আবিষ্কারের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের।