হেল্থ ডেস্ক, এ্রইউজেডনিউজ২৪: মরণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৫২৩ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৮৪৪ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২ জনে। নতুন সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ ৯০১৫ জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
মরণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৫২৩ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত। মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৮৪৪। মৃত্যু ৫৮২ জন
বিশেষ বুলেটিন
0 Views