হেল্থ ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে সারাদেশে শুক্রবার সকাল (৩ জুলাই) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১১ হাজার ৩০২ সদস্য আক্রান্ত হয়েছেন ।
তাদের মধ্যে ৭ হাজার ৩২৭ পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন বলে পুলিশ সদর দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, সুস্থ হওয়া অধিকাংশ পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিয়েছেন। এ পর্যন্ত ৪৪ জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন।
মোট আক্রান্তদের মধ্যে ২ হাজার ৩১৮ জন ডিএমপিতে কর্মরত বলে সূত্রটি জানিয়েছে। ১২ হাজার ২৬ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ৪ হাজার ৬৭৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সূত্র :ইউএনবি