ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪: মরণঘাতি করোনায় যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৪ বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৭১ জন। এ নিয়ে ২০৭ বাংলাদেশিসহ দেশটিতে প্রাণহানি বেড়ে দাড়ালো ৫৫ হাজার ৯শ ৫২ জনে। ট্রাম্পের আবারও হুঁশিয়ারি চীনকে চড়া মূল্য দিতে হবে। যুক্তরাজ্যের বার্মিংহামের একটি মসজিদ। করোনায় প্রাণহানি বেড়ে চলায় যা এখন পরিণত হয়েছে অস্থায়ী মর্গে।
সেন্ট্রাল জামিয়া মসজিদ ঘামকল শরীফের স্বেচ্ছাসেবী মোহাম্মদ জাহিদ জানান, দিনে গড়ে ৬ থেকে ৭ জনের মরদেহ পাই। এটা খুবই কঠিন যখন দেখি কারো বাবা-মা একসঙ্গে মারা গেছেন, কারো বা ভাই-বোন। একদিনের ব্যবধানে বাবা-ছেলের লাশও পেয়েছি আমরা।
নিউইয়র্কের ওয়েস্ট ব্যাবিলনে ১৯১৯ সালে স্প্যানিশ ফ্লুতে মারা যান, স্যামুয়েল। শতবছর পর, আরেক মহামারি করোনা কেড়ে নিল তার জমজ ভাই ফিলিপ কানের প্রাণও।
এক মাস পর, খুলে দেয়া হয়েছে জর্জিয়ার রেষ্টুরেন্ট। মন্টানা, মিসিসিপি, আলাস্কা, ওকলাহোমা ও সাউথ ক্যারোলাইনাও হাঁটছে একই পথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, চীন চাইলেই বিদেশে ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো ঠেকাতে পারতো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুরো বিষয়টি নিয়ে চীনের ওপর আমরা খুশি নই। কারণ আমাদের বিশ্বাস, যে স্থান থেকে ভাইরাসের উৎপত্তি সেখানেই এটি দ্রুততার সঙ্গে নির্মূল করতে পারত চীন। তাহলে এটি আর সারা বিশ্বে ছড়াতো না। করোনার প্রকোপে যখন টালমাটাল ইতালি, স্পেন ও ফ্রান্সসহ গোটা ইউরোপ। তখন ১ মাস লকডাউনের সুফল মিলেছে, নিউজিল্যান্ডে। জল-স্থলে ফিরতে শুরু করেছে স্বাভাবিক কর্মযজ্ঞ।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ড আর্ডার্ন বলেন, এটা একটা চলমান যুদ্ধ। আশা করছি, শিগগিরই প্রায় ৪ লাখ নিউজিল্যান্ডবাসী কাজে ফিরবেন। ভবন, অবকাঠামো, কারখানাসহ বিভিন্ন খাতের অন্তত ৭৫ শতাংশ অর্থনৈতিক কর্মকান্ড সচল হবে। সংযুক্ত আরব আমিরাতেও সচল হয়েছে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পর, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বীচেও ঢল নেমেছে সাধারণ মানুষের।করোনা উপসর্গ নিয়ে ইন্দোনেশিয়ায় ২ হাজার ২শ মানুষের মৃত্যু হলেও, সরকারি নথিতে নেই তাদের নাম। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সিঙ্গাপুরে মৃত্যুর হার কম হলেও, আক্রান্তদের মধ্যে ৬ হাজারের বেশি বাংলাদেশি।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে। বাড়ছে আক্রান্ত ও প্রাণহানি। তবে, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও করোনার বিরুদ্ধে লড়াইয়ে অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে কিউবা। এ পর্যন্ত ১৯টি দেশে ৯ শতাধিক চিকিৎসাকর্মি পাঠিয়েছে, ফিদেলের দেশ। ভারতের পর পাকিস্তানেও বাড়ছে প্রাণহানি ও আক্রান্ত।
মরণঘাতি করোনায় যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ৪ বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৭১ জন। এ নিয়ে ২০৭ বাংলাদেশীসহ দেশটিতে মৃতের সংখ্যা ৫৫ হাজার ৯শ ৫২ জন। ট্রাম্পের আবারও হুঁশিয়ারী চীনকে
বিশেষ বুলেটিন
0 Views