ইন্টারন্যাশনাল ডেস্ক, এইউজেডনিউজ২৪:অবশেষে নতুন সরকার মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব। তিনি দেশটির রাজনৈতিক ও আধাসামরিক প্রতিষ্ঠান হিজবুল্লাহ সমর্থিক ব্যক্তি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, প্রায় এক মাস ধরে মতবিরোধের পর দেশটির মন্ত্রিসভার তালিকায় প্রেসিডেন্ট মিশেল আওন স্বাক্ষরিত বিবৃতিতে হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। হাসান দিয়াবের নেতৃত্বে নতুন সরকারের অধীনে ২০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে। এতে অর্থমন্ত্রী করা হয়েছে গাজী ওয়াজনীকে।
হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী ঘোষণার একদিন আগে একটি টুইট করেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। সোমবার টুইটে তিনি লেখেন, লেবাননে জরুরি ভিত্তিতে একটি নতুন সরকারের দরকার যা দেশকে ধ্বংসের হাত থেকে থেকে বের করে আনতে পারে। একদিন পর দিয়াবের নতুন সরকারকে ‘একটি উদ্ধারকারী দল’ বলে আখ্যা দেন তিনি। সরকার গঠনের পর লেবাননের পরিস্থিতি শান্ত করে আনাই হাসান দিয়াবের প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।